এয়ার কন্ডিশনার বাসার অন্য সব যন্ত্রের মত নয়। অন্যসব যন্ত্র নিয়মিত প্রফেশনাল দ্বারা সার্ভিস বা ক্লিন করতে হয় না। কিন্তু এয়ার কন্ডিশনার নিয়মিত দক্ষ এবং প্রফেশনাল টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করতে হয় ।

আপনি হয়তো ফেসবুকে ৫০০ টাকাতেই মেশিন দিয়ে এসি ক্লিনিং এর অসংখ্যা ভিডিও দেখেছেন । এমন এড দেখতে দেখতে আপনি হয়ত কনফিউজড, যে একই ধরনের সার্ভিস কেউ ৫০০ টাকায়, কেউ ১৫০০ টাকায়, কেউ ২০০০ টাকা দিচ্ছে। এট কি করে সম্ভপ ?

আসুন জানি কেন এমন হয়ে থাকে ।

ফেসবুকে যারা ৫০০ টাকাতে এসি সার্ভিসিং এর অ্যাড দিচ্ছে । তাদের ভিডিও গুলো খেয়াল করলে সহজেই বুজা যায়, সেই ভিডিও গুলো তাদের নিজেদের নয় । ইন্টারনেট থেকে ডাউনলোড করে ফেসবুকে অ্যাড দিচ্ছে । তাই, যে ধরনের সার্ভিস ভিডিওতে দেখানো হচ্ছে তা আপনি পাবেন না, এটা নিশ্চিত। যা এক ধরনের প্রতারনা।

আবার অনেকে ৫০০ টাকায় সার্ভিসিং দেয়ার কথা বলে অতিরিক্ত চার্জ বা হিডেন চার্জ করে থাকে । যেমন যাতায়ত ভাড়া, চেকিং চার্জ ইত্যাদি । এভাবে তারা ৫০০ টাকায় সার্ভিস দেয়ার কথা বলে কিন্তু সার্ভিস শেষে অতিরিক্ত বিল যোগ করে গ্রাহকদের বোকা বানায় ।

যেহুতু এসি সার্ভিসিং করা খুব টেকনিকাল বা কঠিন বিষয় নয়। তাই অনেক কোম্পানি তাদের অদক্ষ টেকনিশিয়ান দিয়ে এসি সার্ভিসিং করিয়ে থাকে ।

কিছু ক্ষেত্রে দেখা যায় এসির কাজে কোন টেকনিকাল ধারনা নেই, কিছুদিন এসির হেল্পার হিসেবে কাজ করেই এসি সার্ভিসিং শুরু করে দিয়েছে। এমনকি অনেকে এসির কভারই ঠিক করে খুলতে পারে না । যার কারনে আপনার মূল্যবান এসির ক্ষতি হতে পারে ।

অনেকে গাড়ি ক্লিন করার মেশিন দিয়ে এসি ক্লিন করে । এই মেশিনের প্রেসার খুবই হাই যা এসির জন্য ক্ষতিকর । অতিরিক্ত প্রেসার ব্যবহার করলে এসির ফিঞ্চ বাকা হয়ে যেতে পারে। এমনকি এসি লিক হয়ে যায় ।

আবার অনেকে বাগানের পানির প্রেশারের মেশিন ব্যবহার করে । যেটার স্প্রিড এত টাই কম যে এসির উপরি ভাগ ক্লিন করতে পারলেও এসির ভেতরের ময়লা থেকে যায় । যা খালি চোখে বুজা না গেলেও লাইট দিয়ে ভাল করে দেখলে সেই ময়লা চোখে পড়ে । 

গ্রাহকদের অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু অসাধু টেকনিশিয়ান এসিতে গ্যাসের প্রয়োজন না হলেও তার বলে “এসিতে গ্যাস লাগবে তা না হলে এসি চলবে না ” এই কথা বলে এসিতে গ্যাস দিয়ে বাড়তি বিল করে । এমন অভিজ্ঞতা অনেক কাস্টমারের আছে । আবার এসিতে গ্যাস প্রয়োজন হলে কিছু টেকনিশিয়ান যে পরিমান গ্যাস এসিতে চার্জ করে তার থেকে অধিক পরিমানে বিল করে থাকে ।

নরমাল সার্ভিসিং এবং মাষ্টার ক্লিন

নরমাল সার্ভিসিং এবং মাষ্টার ক্লিন সার্ভিসের মধ্যে কি পার্থক্য তা জানা খুবই জরুরি । কারন অনেকেই মনে করে এসি ক্লিন করলে হল । এসি তো চলছেই । কিন্তু না ! আপনার এসির জন্য কোনটি প্রয়োজন তা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে । চলুন তাহলে জেনে নেই নরমাল এবং মাস্টার ক্লিনের মধ্য কি পার্থক্য ।

Normal Servicing

এসিতে ভেতরে অধিকাংশ ময়লা থেকে যায় ।

এসির ভিতরে যেখানে ব্রাশ পোছাতে পারে না সেখানে ময়লা পরিস্কার করা সম্ভপ হয় না।

এসির কোনায় এবং ভিতরের অংশে ব্রাশ পৌছাতে না পারার কারনে,ময়লা জমতে জমতে এক সময় এসি লিক হয়ে যায়

ব্রাশ দিয়ে এসি সার্ভিসিং করতে করতে এসির ফিঞ্চ বাকা হয়ে যায় ফলে এসির স্বাভাবিক বায়ুপ্রবাহ ব্যহত হয় 

এসির বুলার ফ্যান ব্রাশ দিয়ে কখনোই শতভাগ ক্লিন হয় না ।

এসি সার্ভিস করার পরেও এসির বুলার ফ্যান সহ এসির কোনায় ময়লা থাকে এবং ফিঞ্চ বাকা হলে, এসি স্বাভাবিক ভাবে চলতে পারে না ফলে এসির কম্প্রেসার বার বার চালু হওয়ায় বিদ্যুৎ বিল বেশি আসে ।

বার বার কম্পেসার চালু হলে কম্পেসার দ্রুতই নস্ট হয়ে যেতে পারে ।

Master Clean Service

এসি শতভাগ পরিস্কার হয় ।

এসির ভিতরে যেখানে ব্রাশ পৌছাতে পারে না সেখানে আমাদের আধুনিক মেশিনের পানির প্রেসার পৌছে গিয়ে ময়লা পরিস্কার করে ।

যেহুত আমরা অত্যাধুনিক মেশিন ব্যবহার করি তাই এসিতে কোন জমাট ময়লা থাকে না এবং সহজে লিক হয় না
আমাদের উন্নত Cleaning সিস্টেম এসির ফিঞ্চ বাকা হয় না ।

এসির বুলার ফ্যান শতভাগ ক্লিন হয়।