প্রচণ্ড গরমের কারনে এসির ব্যাবহার বাড়ছে। একসময় এই যন্ত্রটিকে বিলাসিতার উপকরণ মনে হলেও বিশ্বজুড়ে গরমের তীব্রতা বাড়ায় তা এখন প্রয়োজনে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এসির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এসি বিস্ফোরণের ঘটনাও বেড়েছে পাল্লা দিয়ে। তবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেতে পারে।

এসির জন্য ভালো মানের এবং সঠিক স্পেকের পাওয়ার কেব্‌ল ব্যবহার করতে হবে । হাই ভোল্টেজ এড়াতে এসিতে সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করুন ।

নকল এসি ব্যবহার থেকে বিরত থাকুন। এসি কেনার সময় ভাল মানের এসি ক্রয় করতে হবে বা ব্রান্ডের এসি কিনতে হবে এবং সেইসাথে রুমের আকার অনুযায়ী এসির ক্যাপাসিটি নির্ধারন করতে হবে । অনেক সময় নিম্নমানের ও মানহীন যন্ত্রাংশ নকল এসিতে ব্যবহার করে বিখ্যাত কোন এসির নাম ও লোগো দিয়ে বাজারে বিক্রি করা হয়। তাই এসি কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন ।

আউটডোর ইউনিট ছায়াযুক্ত স্থানে  বসাতে হবে, যেন সূর্যের তাপ কিছুটা কম থাকে এবং পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। বৃষ্টি ও বজ্রপাতের সময় এসি বন্ধ রাখতে পারলে ভাল ।

দীর্ঘক্ষণ চালু থাকলে এসির যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। একটানা আট ঘণ্টার বেশি এসি ব্যবহার করা উচিত নয় । মাঝে মাঝে বিরতি দিয়ে বা অটো মুডে এসি ব্যাবহার করা । 

 

মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফল্টের কারনে এসিতে আগুন ধরে যেতে পারে তাই টেকনিশিয়ান দ্বারা এসি ভাল করে চেক-আপ করিয়ে রাখুন ।  যেমন – এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট,  সার্কিট, কম্প্রেসার, গ্যাস  পরীক্ষা করা ।

 

প্রতি মাসে আপনি নিজেই এসির ফিল্টার খুলে পরিষ্কার করুন । খেয়াল রাখুন যেন এসির ভেতর ময়লা জমাট বেঁধে না যায়। আপনার এয়ার কন্ডিশনারের এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন।

 

বছরে অন্তত একবার দক্ষ এবং প্রফেশনাল টেকনিশিয়ানের  মাধ্যমে এসি  সার্ভিসিং করানো।  বিশেষ করে শীতের সময় বেশ কিছুদিন বন্ধ থাকার পরে গরমের সময় পুনরায় চালু করার আগে অবশ্যই সার্ভিসিং করে নিতে হবে।

 

বিশেষজ্ঞরা বলছেন, এসি সঠিকভাবে ইন্সটলেশেন ও রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি, যা বাংলাদেশে ততটা গুরুত্ব দেয়া হয় না। অন্য যেকোনো বৈদ্যুতিক যন্ত্রের থেকে এসির যত্ন একটু বেশি নিতে হয় । তাহলে একদিকে যন্ত্রটি যেমন ভালো থাকবে, তেমনি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

এসি সংক্রান্ত যেকোন ধরনের সার্ভিস পেতে কল করুন – 01880-161680। বিস্তারিত জানতে AC Cleaning  পেজ টী ভিজিট করুন ।